Tuesday, 5 June 2012

ফেসবুক চ্যাঁটিং এ ভিন্নতা আনুন

ফেসবুক চ্যাট করার সময় লেখার মধ্যে ভিন্নতা আনতে পারেন ।
যেমনঃ চ্যাট করার সময় লেখাকে বোল্ড করতে চাইলে ** প্রতীক দুটির মধ্যে লিখুন । *hi* লিখলে অপর প্রান্তে দেখাবে
hi । আবার ইমশন দিতে চাইলে :|] লিখুন । লেখার নিচে আন্ডার লাইন দিতে চাইলে _hi_ লিখুন ।


আমরা সবাই জানি ডাউনলোড করার জন্য IDM অত্যন্ত কাজের একটি সফটয়ার|কিন্তু ডাউনলোড করার সময় আমরা প্রায়ই একটা সমস্যার সম্মুখীন হই|যখন আমরা অনেক গুলো ফাইল একসাথে ডাউনলোড করি তখন একটার পর আরেকটা ডাউনলোড না হয়ে একসাথে ৪/৫ টা ফাইল ডাউনলোড হওয়া শুরু করে |কিন্তু আমাদের এই স্লো ইন্টারনেটে সেটা করা অনেক বিরক্তিকর|কিন্তু IDM দিয়েও একসময়ে মাত্র একটা ফাইল ডাউনলোড হবে এবং সেটা শেষ হবার পর আরেকটা শুরু হবে এমন সিস্টেম করা যায়|
১. এটা করার জন্য প্রথমে আপনি যে যে ফাইল ডাউনলোড করবেন সেই সেই ফাইলের লিঙ্ক IDM দিয়ে কানেক্ট করান|এবার pause/cancel এ ক্লিক না করে ডাউনলোডরত উইন্ডোটা ক্রস করে দিন|
২. এবার মূল উইন্ডোতে আসুন|সেখানে Queues > Main Download Queue তে ক্লিক করুন|
৩. Main Download Queue তে ক্লিক করার পর নিচের মত একটা উইন্ডো আসবে|এখানে আপনার ডাউনলোড কয়টায় শুরু/শেষ হবে, ডাউনলোড শেষ হবার পর আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাবে কিনা এগুলো সেটআপ করতে পারেন|
৪. এখন আপনি Files in the queue তে ক্লিক করবেন|ক্লিক করার পর এরকম উইন্ডো আসবে|এখানে আপনার Main Download Queue তে কতগুলো ফাইল ডাউনলোডের অপেক্ষায় আছে সেগুলো শো করবে|
৫. এবার আপনার Main Download Queue তে কতগুলো ফাইল একবারে ডাউনলোড হতে থাকবে সেটা এভাবে সেট করবেন|
৬.কোন ফাইলটা আগে কোন ফাইলটা পরে ডাউনলোড হবে সেটা এভাবে সেট করে দিতে পারেন|
৭. এখন Start now তে ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে|
৮. এরপর Close ক্লিক করে মেইন উইন্ডো তে ফিরে আসুন|এইবার একবারে শুধুমাত্র একটা ফাইলই ডাউনলোড হবে এবং সেটা শেষ হবার পর আরেকটা শুরু হবে|
এখন আপনি ডাউনলোড করতে দিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন |
 কষ্ট করে ৪০০ কেবির এই ফাইলটা নামিয়ে নিতে পারেন|

এবার জেনে নিন ফেইসবুকে কারা আপনাকে আনফ্রেন্ড করেছে


আপনারা যারা ফেইসবুকে আছেন তারা বিভিন্ন কারনে বন্ধুদের আনফ্রেন্ড করে থাকেনএবং আপনার অন্য বন্ধুরা আপনাকে বিভিন্ন কারনে আনফ্রেন্ড করে থাকেতাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি বুঝবেন কারা আপনাকে আনফ্রেন্ড করেছে


এটা মুলত এমন একটা স্ক্রিপ্ট যেটা ফায়ারফক্স এবং গুগল ক্রোমে ব্যবহার করা যাবেস্ক্রিপ্ট টা আপনার ব্রাউজারে ইন্সটল করলে এটা উপরের ছবির মত নতুন একটা অপসন(Unfriends) যোগ করবে
যেভাবে করবেনঃ
প্রথমে এই ঠিকানা থেকে Unfriend Finder স্ক্রিপ্ট টি আপনার ব্রাউজারে ইন্সটল করে নিন



এবার Install লেখাতে ক্লিক করে Unfriend Finder স্ক্রিপ্ট টি আপনার ব্রাউজারে ইন্সটল করে নিন
ইন্সটল হয়ে গেলে ব্রাউজার টি রিস্টার্ট দিন



এবার দেখুন আপনার ফেইসবুক আইডিতে নটিফিকেশন বারে নতুন একটা অপশন (Unfriends) যোগ হয়েছে

অনেক সময় কম্পিউটার এর সিস্টেম রিষ্টরে অনেক অপ্রয়োজনীয় ফাইল জমে হার্ডডিস্কে র মেমোরি দখল করে রাখে ।
এমন কি অনেক ভাইরাস ও সেখানে আসন পেতে রাখে। যা আবার অপারেটিং সিস্টেম সেট আপ দিলেও সেই সিস্টেম রিষ্টরের মেমোরি র কোন পরিবর্তন হয় না । আপনি যদি কম্পিউটারে র সিস্টেম রিষ্টর বন্ধ করে দিতে চান তাহলে প্রথমে My Computer এর properties এ যান । এখন System restore এ ক্লিক করে Turn off System restore on all drives- এ টিক দিন , তারপর Ok তে ক্লিক করুন । নতুন একটি উইন্ডো আসলে এলে সেটির yesClick করুন । দেখবেন কম্পিউটার এর সিস্টেম রিষ্টর বন্ধ হয়ে গেছে। এখন My computer এর মেনু বার এর Tools থেকে Folder option নির্বাচন করে  View তে ক্লিক করুন । Show Hidden Files and Folders এ টিক দিন Hide Extension for known file types  ও Hide protected operating system files বক্স থেকে টিক তুলে দিয়ে ওকে করুন ।এখন দেখবেন হার্ডডিস্ক এর প্রতিটি ড্রাইভ এ System volume information নামে একটি লুকায়িত ফোল্ডার আছে এবং সেটির ভিতর কোন ডাটা নেই । আর আপনার কম্পিউটার এর ফাকা জায়গা ও অনেক বেড়ে গেছে।

ফাইল Recovery করুন খুব সহজে

এই স্টেপ বাই স্টেপ গাইড আপনাকে খুব সহজে হারিয়ে যাওয়া ফাইল কে ফিরিয়ে আনতে সাহায্য করবে । মাঝে মাঝে আমরা নিজেদের ভুলে অনেক দরকারি ফাইল ডিলিট করে দেই (shift + del ).। কিন্ত আপনি যদি চান তাহলে খুব সহজে এই ডিলিট করা ফাইল  recovery করতে পারবেন ।
আপনি প্রথমে চেক করতে পারেন কিছু অদরকারি ফাইল ডিলিট করে আবার Recovery করে , সফটওয়্যার টা ঠিক মত কাজ করছে কিনা, যেটা আমি করেছি।
নিচের স্টেপ গুলু অনুসরন করে আপনার দরকারি ফাইল ফিরে পেতে পারেনঃ

১, প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করুন ঃ


Download from here