Tuesday 5 June 2012

অনেক সময় কম্পিউটার এর সিস্টেম রিষ্টরে অনেক অপ্রয়োজনীয় ফাইল জমে হার্ডডিস্কে র মেমোরি দখল করে রাখে ।
এমন কি অনেক ভাইরাস ও সেখানে আসন পেতে রাখে। যা আবার অপারেটিং সিস্টেম সেট আপ দিলেও সেই সিস্টেম রিষ্টরের মেমোরি র কোন পরিবর্তন হয় না । আপনি যদি কম্পিউটারে র সিস্টেম রিষ্টর বন্ধ করে দিতে চান তাহলে প্রথমে My Computer এর properties এ যান । এখন System restore এ ক্লিক করে Turn off System restore on all drives- এ টিক দিন , তারপর Ok তে ক্লিক করুন । নতুন একটি উইন্ডো আসলে এলে সেটির yesClick করুন । দেখবেন কম্পিউটার এর সিস্টেম রিষ্টর বন্ধ হয়ে গেছে। এখন My computer এর মেনু বার এর Tools থেকে Folder option নির্বাচন করে  View তে ক্লিক করুন । Show Hidden Files and Folders এ টিক দিন Hide Extension for known file types  ও Hide protected operating system files বক্স থেকে টিক তুলে দিয়ে ওকে করুন ।এখন দেখবেন হার্ডডিস্ক এর প্রতিটি ড্রাইভ এ System volume information নামে একটি লুকায়িত ফোল্ডার আছে এবং সেটির ভিতর কোন ডাটা নেই । আর আপনার কম্পিউটার এর ফাকা জায়গা ও অনেক বেড়ে গেছে।

No comments:

Post a Comment