Monday, 23 July 2012

ফ্রি ওয়েব সাইট তৈরি করা এবং ফ্রি হোস্টিং

নিজস্ব একটা ওয়েব সাইট তৈরি করতে হলে যেকোন একটি প্রাইভেট কোম্পানির দ্বারস্থ হতে হয়। তাদেরকে টাকা দিলে তা একটি সাইট তৈরি করে
দিবে আপনার দেয়া তথ্য অনুযায়ি। তারপর সেটি কোন একটি সার্ভারে হোস্টিং করার জন্য প্রতি বছর নির্দিষ্ট পরিমাণে টাকা দিতে হয়। তবে কেউ ইচ্ছে করলে এই কাজটি ফ্রিতে করতে পারে। যেমন আমি করেছি। আমার তৈরি করা এই সাইট দুটি ভিজিট করলেই বুঝতে পারবেন কত সহজে এবং কোন খরচ ছাড়াই কিভাবে ওয়েব সাইট তৈরি করা যায়। www.weebly.com তে প্রবেশ করে নাম, ইমেইল আইডি এবং একটি পাসওয়ার্ড দিয়ে সাইনআপ করুন। তারপর ইচ্ছেমত কনটেন্ট দিয়ে তৈরি করুন একটি ওয়েব সাইট।
http://www.unobaniachong.weebly.com  http://www.aclandbahubalhabiganj.weebly.com