Windows XP / 7 থেকে ফাইল শেয়ার করুন অন্য পিসির সাথে
একাধিক পিসি যদি ল্যানের মাধ্যমে যুক্ত করা হয় তাহলে যে ফাইলগুলো অন্য পিসি
হতে দেখা যাবে সে ফাইলগুলো আগে থেকে শেয়ার করার অনুমতি দিতে হয়। অর্থাৎ
আপনি আপনার পিসিতে বসে আপনার সহকর্মীর পিসির একটি ফোল্ডার/ফাইলে কাজ করতে
চাচ্ছেন। তাহলে আপনার সহকর্মী ঐ ফাইল/ফোল্ডারটিকে
আপনি ব্যবহার করার জন্য অনুমতি দিতে হবে। আপনার সহকর্মী
যদি উইন্ডোজ এক্সপি ব্যবহার করেন তাহলে ব্যাপারটি খুব সহজ। কিন্তু উনি যদি
উইন্ডোজ সেভেন ব্যবহার করেন তাহলে একটু জটিল ব্যাপারটি । দেখা যাক কিভাবে
অনুমতি দিতে হয় ফাইল বা ফোল্ডার শেয়ার করার জন্য।Windows XP
১. যে ড্রাইভ, ফোল্ডার বা ফাইল শেয়ার করতে চাই তার উপর মাউস দিয়ে রাইট বাটনে ক্লিক।
২. Properties এ ক্লিক করুন। Sharing Tab এ ক্লিক করুন
৩. If you understand the riskbut still want ..... এই লেখাটি যদি আসে তাহলে লেখাটির উপর ক্লিক করুন
৪. Network sharing & Security এর অধীনে Share this folder on the nertwork এর বামপাশে টিক চিহ্ন দিন
৫. আপনি যদি চান আপনার ফাইল বা ফোল্ডার অন্য কেই পরিবর্তন করুক, মুছে ফেলুক তাহলে Allow Network User to change my files এর বামপাশে টিক চিহ্ন দিন
৬. View your Windows firewall settings এ ক্লিক করুন
৭. Off লেখাটির বামপাশের রেডিও বাটনে ক্লিক করে সিলেক্ট করে দিন
৮. Ok ক্লিক করুন।
ব্যস, এবার দেখুন অন্য পিসিতে বসে আপনার ফাইলগুলো নিয়ে কাজ করতে পারবেন।
Windows 7
১. যে ড্রাইভ, ফোল্ডার বা ফাইল শেয়ার করতে চাই তার উপর মাউস দিয়ে রাইট বাটনে ক্লিক।
২. Security Tab এ ক্লিক করুন
৩. Edit এ ক্লিক করুন >> Add এ ক্লিক করুন
৫. এবার টাইপ করুন Everyone >> Apply
৬. এবার Everyone সিলেক্ট করে Advanced এ ক্লিক করুন
7. Everyone সিলেক্ট করে Change permission আবার Everyone সিলেক্ট Edit এ ক্লিক করুন
8. Full Control এ টিক চিহ্ন দিন
৯. Ok ক্লিক করুন।
এ তো Security Settings এবার শেয়ার করার পালা।
১. এবার এই ড্রাইভ, ফোল্ডার বা ফাইল এর উপর মাউস দিয়ে রাইট বাটনে ক্লিক।
২. Properties এ ক্লিক করুন। Sharing Tab এ ক্লিক করুন
৩. Advance Sharing >> Share this folder
৪. Permissions এ ক্লিক করুন
৫. Full control টিক চিহ্ন দিন
৬. Ok ক্লিক করুন।
ব্যস, এবার দেখুন অন্য পিসিতে বসে আপনার ফাইলগুলো নিয়ে কাজ করতে পারবেন।