Monday 23 July 2012

To View Bangla in Webpage


ওয়েব পেজে বাংলা ফন্ট ভালভাবে দেখতে হলে প্রথমে এই লিংক থেকে IComplex-Bangla সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন। তারপুর Siyam Rupali  ফন্টটি ইন্সটল করুন।
মজিলা ফায়ারফক্সের Tools menu  >>> Options >>> Content >>> Default font হিসাবে Siyam Rupali  ফন্টটি সেট করে ওকে করুন।
Siyam Rupali ফন্ট ডাউনলোড করতে  ক্লিক করুন

If you are unable to red Bangla in Webpage Please try this:

1. Download IComplex from Here install it.
2. Download 'Siyam Rupali' font from here
3. Open Mozilla Firefox then From Tools menu >> Click Option >> From Content Tab Change the Defaut font From Times new roman to Siyam Rupali >> OK

আরো সেটিংস
ফায়ারফক্স চালু হলে নতুন একটি ট্যাব চালু করুন এবং অ্যাড্রেস বারে লিখুন about:config এবং লিখে Enter দিন।
তাহলে যে পেজ আসবে সেখান থেকে I’ll be careful, I Promise! বাটনে ক্লিক করুন।
তাহলে আপনার সামনে ফায়ারফক্সের সব সেটিংয়ের একটি তালিকা চলে আসবে। এবার Filter বক্সে লিখুন beng
তাহলে দেখবেন আপনার সামনে beng যুক্ত আছে এরকম কিছু সেটিংয়ের লিস্ট দেখা যাচ্ছে। এখান থেকে ছয়টি সেটিং পরিবর্তন করতে হবে। প্রথমে font.name-list.monospace.x-beng লেখাটি খুজে বের করে এর উপর ডাবল ক্লিক করুন। যে ইনপুট বক্সটি আসবে সেখানে লিখুন Siyam Rupali এবং লিখে OK বাটনে ক্লিক করুন।
তারপর এর পরের পাচটি সেটিং ও ডাবল ক্লিক করে Siyam Rupali লিখে পুরন করুন।
সাবধানতার জন্য আমি নিচে ছবির সাথে ছয়টি সেটিংসের সবকটির নামও নিচে লিখে দিলাম।
font.name-list.monospace.x-beng
font.name-list.sans-serif.x-beng
font.name-list.serif.x-beng
font.name.monospace.x-beng
font.name.sans-serif.x-beng
font.name.serif.x-beng
সবগুলো সেটিং করা হয়ে গেলে ফায়ারফক্স একবার রিস্টার্ট করুন। তারপর দেখুন ঝকঝকে বাংলা :)