Monday, 23 July 2012

দুনিয়ার সবচেয়ে সহজ উপায়ে ফোল্ডার লক করুন.....

প্রথমে এই লিংক থেকে (লিংক ১) (লিংক ২) Lockdir ফাইলটি ডাউনলোড করে নিন, মাত্র ৪০৯ কিলোবাইট। তারপর
যে ফোল্ডারটি লক করতে চান সেই ফোল্ডারটির ভিতরে এই কপি করে নিয়ে পেষ্ট করুন। এবার এই  Lockdir ফাইলটি ওপেন করুন। দুইবার একই পাসওয়ার্ড দিয়ে Encrypt এ ক্লিক করুন। এবার দেখবেন ফোল্ডারের আইকন পরিবর্তন হয়ে গেছে। লক খুলতে হলে ফোল্ডারের ভেতর প্রবেশ করে Lockdir ওপেন করে পাসওয়ার্ড দিয়ে Customize সিলেক্ট অবস্তায়  Decrypt এ ক্লিক করলে তিনটি অপশন আসবে Minimize to tray তে ক্লিক করলে সফটওয়্যারটি Minimize হবে আবার সফটওয়্যারটি ক্লোজ করে দিলে আবার লক হয়ে যাবে। Restore Encrypted এ ক্লিক করলে লক না খুলে আবার আগের যায়গায় চলে যাবে আর Cancel Decrypted এ ক্লিক করলে একেবারে আনলক হয়ে যাবে।
এটি অন্যান্য ফোল্ডার লক সফটওয়্যারের চেয়ে আলাদা কারণ
** এটা ইন্সটল করতে হয় না।
** অনেক হালকা একটি সফটওয়্যা
** একই পিসি একাধিক ব্যাক্তি ব্যবহার করলেও সমস্যা নেই কারন একেকটা ফোল্ডার একেকটা আলাদা পাসওয়ার্ড দিয়ে লক করা যায়।
** ফোল্ডার কেউ ডিলিট করতে পারবে না।
** পেন ড্রাইভে কপি করা যাবে না।