Monday 23 July 2012

যেকোন একাউন্টের মেইল চেক করুন লগ ইন না করেই..

আমাদের অনেকেরই একাধিক মেইল আইডি রয়েছে ভিন্ন ভিন্ন সার্ভারে। যেমন: জিমেইল ২টি, ইয়াহুতে ১টি, হটমেইলে ১টি কিংবা অন্য কোন সার্ভারে। আর এই সকল মেইলের ইনবক্স চেক করতে
হলে ৪/৫ বার লগ ইন করতে হয়। এমন হলে খুব ভাল হয় যে কম্পিউটার চালু করার সাথে সাথে একটা সফটওয়্যার চালু হয়ে গেল আর ইন্টারনেট সংযোগ পাওয়ার সাথে সাথে সেই সফটওয়্যারটি প্রত্যেকটি মেইলের নতুন মেইল আছে কিনা চেক করা শুরু করল। এবং নতুন মেইল যখনই আসল তখনিই আপনাকে জানিয়ে দিল। আর লগইন না করেই আপনার ডেস্কটপ থেকেই মেইলটা পড়ে ফেললেন। ইচ্ছে করলে আপনি যেকোন একাউন্ট ব্যবহার করে মেইল পাঠাতেও পারেন এখান থেকে। এতে করে সময়টাও বেঁচে গেল আর ঝামেলা থেকেও বাঁচা গেল। এমনইি একটি সফটওয়্যার POP Peeper. এই সফটওয়্যারটি ইন্সটল করে আপনার সকল মেইলের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কনফিগার করে দিন। আর চিন্তা নেই যা করার সে-ই করবে। আপনার কম্পিউটার যদি আপনি ছাড়াও অন্য কেউ ব্যবহার করে ভয় পাওয়ার কিছু নেই কারন এডমিন পাসওয়ার্ড সেট করে দিলে মেইল আসার নোটিফিকেশন পাবে ঠিকই কিন্তু পড়তে পারবে না পাসওয়ার্ড ছাড়া।
ডাউনলোড করুন এখান থেকে (1.2 MB)।
বিস্তারিত জানতে ক্লিক করুন।