আমাদের কম্পিউটার এ নানা রকমের PDF ফাইল আছে, আছে দরকারি কাগজ পত্র,
ই-বুক, গল্প, মোবাইল বিল বিভিন্ন জরুরী বিষয়। অনেক সময়ই কয়েকটি দরকারি PDF
ফাইল একত্রে যোগ করার প্রয়োজন পড়ে।
PDFBinder এই কাজটি করে সহজ এবং দ্রুততম উপায়ে।
PDFBinder হোমপেজ থেকে, Download লিঙ্কে ক্লিক করুন।
ফাইলের তালিকা থেকে, সফ্টওয়্যার সাম্প্রতিকতম সংস্করণ নির্বাচন করুন।
ফাইলের তালিকা থেকে, সাম্প্রতিকতম সফ্টওয়্যারটি নির্বাচন করুন।
ইনস্টল করার পরে PDFBinder খুলুন। আপনি যদি আপনার ডেস্কটপে শর্টকাট কি দেখতে না পান, তাহলে আপনার স্টার্ট মেনু চেক করুন।
সফ্টওয়্যারটি ওপেন হলে, Add File এর মাধ্যমে প্রথম ফাইল টি নির্বাচন করুন। Add File মাধ্যমে আপনার প্রয়োজন অনুযায়ী PDF ফাইল যতটি খুশি যোগ করুন।
PDF ফাইল গুলো আপনার পছন্দ মত উপর নিচ করে পুনর্বিন্যাস করতে পারবেন।
পুনর্বিন্যাস হলে Bind লিখা তে ক্লিক
করুন। নতুন ফাইলটির নাম দিয়ে আপনার কম্পিউটার এ সংরক্ষণ করুন। কিছুক্ষণ এর
মধ্যেই আপনার নতুন তৈরি হওয়া PDF ফাইলটি দেখতে পাবেন।
আপনি যদি আমার মত PDF ফাইল এ ডকুমেন্ট বা অন্যান্য দরকারি জিনিস সংরক্ষণ
করেন, তাহলে এই সফটওয়্যারটি আপনার অবশ্যই ভালো লাগবে। এর সবচেয়ে ভালো দিক
হল এর গতি, এটি খুব দ্রুত কাজ শেষ করে। ২০০+ পৃষ্টার একটি ফাইল যোগ করতে
আমার ৩০ সেকেন্ডের মত সময় লেগেছে।
সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।
প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।
No comments:
Post a Comment