Friday 23 March 2012

কম্পিউটার Defragment করার জন্য Obit SmartDefrag v2.3

আমরা নিয়মিত কম্পিউটার Defragment করতে ভুলে যায়। এখন অনেকে বলতে পারেন যে, কম্পিউটার Defragment করার কি দরকার? আমি যদি একেবারে সহজ ভাষায় বলি তাহলে বলব, কম্পিউটার এর c-drive হচ্ছে এর মাথা। এটি যখন কাজ করে তখন অনেক data এর দরকার হয়। আস্তে আস্তে এই  data গুলো  এলোমেলো হয়ে পড়ে।
Defragment করলে এই এলোমেলো data গুলো সুবিন্যস্ত হয়ে যায়। তাই কম্পিউটার আবার তাড়াতাড়ি কাজ কতে পারে। কিন্তু আমরা অনেকে এই Defragment করতে জানি না, তাই তাদের সুবিধার জন্য একটা  সফটওয়্যার দিলাম।
যা দিয়ে খুব সহজেই আপনারা কম্পিউটার Defragment করতে পারবেন। যার নাম Obit SmartDefrag v2.3।
এটি একদম ফ্রি।

নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন দরকার মনে করলে-

Download

প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

No comments:

Post a Comment