Friday 23 March 2012

ব্লগস্পট/ব্লগার এর জন্য মেটা ট্যাগ তৈরী করার উপায়

সাধারণত ব্লগস্পট/ব্লগার ব্লগ এর জন্য ডিফল্ট মেটা ট্যাগ তৈরী করা থাকে না। এটা এইচটিএমএল কোডিং দিয়ে তৈরী করে নিতে হয়। কিভাবে আপনি সহজেই আপনার ব্লগস্পট/ব্লগার এর জন্য মেটা ট্যাগ তৈরী করতে পারবেন? এটা অনেক সহজ আমাকে অনুসরন করুনঃ
প্রথমে আপনি আপনার ব্লগস্পট/ব্লগার এ লগইন করুন এবং ডিজাইন(Design) এ ক্লিক করুন, তারপর এইচটিএমএল এডিটিং (HTML Editing)  এ ক্লিক করুন ও Expand Widget Templates এ টিক চিহ্ন দিন।
এরপর খোঁজে বের করুন   [খোঁজে পেতে সমস্যা হলে কম্পিউটার এর কীবোর্ড থেকে Ctrl+F চাপুন এবং উপরোক্ত কোড কপি করে সার্চ করুন]।
এই  কোড   খোঁজে পাওয়ার পর নিন্মের কোড কপি করে পেস্ট করে দিনঃ

<="" href="mailto:%3Cstrong%3E%3Cspan%20style=%22color:%20#800000%22%3EYour%20mail%20address%3C/span%3E" strong="">rev='made'/>

name='keywords'/>


name='author'/>

বিশেষ দ্রষ্টব্যঃ
১) Your mail address এর জায়গায় আপনার মেইল অ্যাড্রেস লিখুন
২) Your Blogs Keywords এর জায়গায় আপনার ব্লগ এর কীওয়ার্ড লিখুন এবং প্রত্যেকটি কীওয়ার্ড এর মাঝে কমা ব্যবহার করুন, তবে মনে রাখবেন প্রত্যেকটি কীওয়ার্ড স্মল লেটার হতে হবে ও কমার পরে কোন স্পেস থাকবে না।
যেমনঃ technology,movies,book
৩) Your blog’s description এর জায়গায় আপনার ব্লগ এর ডেসক্রিপশন লিখুন
৪) Your Name এর জায়গায় আপনার নাম লিখুন এবং সবশেষে টেম্পপ্লেট সেভ করুন।

No comments:

Post a Comment